বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
জাতীয়সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়নে ভিজি এফ চাউল বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়নে ভিজি এফ চাউল বিতরণ অনুষ্ঠিত

শেয়ার করুন

শাকিল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার  ৯ নং কালিয়া হরিপুর  ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে  ৩১৯১  জন পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজি এফ এর চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০১ জুন) সকালে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ভিজি এফ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের।  অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল কাদের বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ’র চাাউল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিতরণ চলছে।  এ বিতরণ  কার্যক্রম
সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর  সাবেক চেয়ারম্যানগণ দিচ্ছেন। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের সার্বক্ষণিক উপস্থিতি ও তদারকিতে প্রতিটি কার্ডের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে  সদর উপজেলা ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে  সুষ্ঠুভাবে ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ তিনি
জানায়, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক ছিলো।  এবং ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।দেশের সকল অসহায় ও দুঃস্থ্যমানুষেরা সহযোগিতা পায়। ঈদ যেন আনন্দমুখী হয় সেজন্য প্রত্যেক অসহায় ও দরিদ্র পরিবারকে সহযোগিতায় করার কোন অবকাশ নেই। ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা ও ট্রাগ অফিসার  মোঃ আতাউর রহমান, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ, এবং  অএ ইউনিয়ন পরিষদের মেম্বারও গণ্যমান্য বৃক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আরও খবর

Local News