বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
জাতীয়জামালপুরে গ্রাম্য সালিসিতে ঘুষ না পেয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত

জামালপুরে গ্রাম্য সালিসিতে ঘুষ না পেয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত

শেয়ার করুন

আবুল কাশেম জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে গ্রাম্য সালিসিতে ৫০ হাজার টাকা ঘুষ না পেয়ে ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শনিবার (১৪ জুন) জামালপুর সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানা যায় গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে তাদের সমাজচ্যুত করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জামালপুর পৌর শহরে দাপুনিয়া এলাকার মো. মন্টু মিয়া (৪২) ও একই এলাকার আহাম্মদ আলীর ছেলে মো. মুনছুর মিয়ার (৪৫) বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর গত শুক্রবার জুমার নামাজ পর উভয় পক্ষের মধ্যে আবারো হাতাহতির ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে দাপুনিয়া পশ্চিমপাড়া বকুলতলা মোড়ে সালিসী বৈঠকের আয়োজন করে। সালিসে বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় শামিম আহমেদ ও আমিনুল ইসলামসহ কয়েকজন মুনছুর মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ৫০ হাজার টাকা না দিলে মুনছুর মিয়াসহ ৭ পরিবারকে সমাজচ্যুত করা হবে বল জানান শামিম আহমেদ ও আমিনুল ইসলাম। পরে মুনছুর মিয়া দাবীকৃত ৫০হাজার টাকা না দিলে ওই দিন রাত ১১টায় দিকে ঢাকঢোল পিটিয়ে ও মাইকিং করে ৭ পরিবারের নাম উল্লেখ করে তাদেরকে সমাজচ্যুত করা হয়। মাইকে আরও বলা হয় ওই ৭ পরিবারের সঙ্গে যদি সমাজের কোনো মানুষ ওঠা-বসা করে তাহলে তাদেরকেও সমাজচ্যুত করা হবে। মসজিদ, দোকান, স্কুল, বাজার, ও প্রকাশ্যে রাস্তা ঘাটে চলাফেরা করতে দেখলে ওই ৭ পরিবারের মানুষ ও ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়।

ইসমাইল মৌলবীর ছেলে মৌকির হোসেন জানান, মন্টু মিয়ার সঙ্গে মুনছুর মিয়ার ঝামেলা হইছে। আমরা তাদের গোষ্টিগত লোক হওয়ার কারনে অযথা আমাদেরকে সমাজচ্যুত করা হয়েছে। আমরা ভয়ে কোথাও যেতে পারছিনা।

ভুক্তভোগী জহুরুল ইসলাম আনন্দ বলেন, মাইকে ঘোষনা দেয়ার পর থেকে দোকানদাররা আমাদের কাছে কোন কিছু বিক্রি করছে না। ছোট বাচ্চারা দোকানে গেলেও তাদের কোন খাবার কিনতে দেয়া হচ্ছে না। এখনো বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে।

থানায় অভিযোগকারী ইসমাইল মৌলবী বলেন, ঘোষের টাকা না দেওয়ায় আমাদের ৭ পরিবারকে মাইকে ঘোষণা দিয়ে সমাজচ্যুত করেছে। তারা মাইকে বলেছে, ৭ পরিবারের মানুষ মসজিদ, দোকান, স্কুল, বাজার, ও প্রকাশ্যে রাস্তা ঘাটে চলা ফেরা করতে দেখলে মানুষ ও ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবে।

এঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেন, অভিযোগ পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ একই এলাকার। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Local News