আই ওয়ান টিভি ডেস্ক
এবারও রেকর্ড সৃষ্টি করেছে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ। চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।
তিন মাস আগে, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। সে হিসেবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের সময় ঋণের নামে ব্যাংক লুট ও সেই অর্থ পাচারের কারণে এ অবস্থা তৈরি হয়েছে। জামানতবিহীন কিছু ঋণ কু-ঋণে পরিণত হওয়ায় খেলাপি ঋণ ‘লাফিয়ে বাড়ছে’, যা এখন বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা।
তুলনামূলকভাবে, ২০২৪ সালের মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা তৎকালীন বিতরণকৃত ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার ৪০ কোটি টাকা — দ্বিগুণেরও বেশি।