সোমবার, জুলাই ২১, ২০২৫
খেলাপ্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত  

প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত  

শেয়ার করুন

মোঃ শাকিল হোসেন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ক্রিকেট কার্নিভালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব  ১২ বছরের ৩২ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়।

বিসিবির সিরাজগঞ্জ জেলা ক্রিকেট প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্ববধানে ১০ ওভারে দুই ইনিংসের খেলায় পর্যায়ক্রমে ৩২ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নিয়ে ক্রিকেট উৎসবে মেতে ওঠে।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২ জন ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়দের হাতে ক্রেস্ট  তুলে দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান। 
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম, বিসিবির ক্রিকেট প্রশিক্ষক আবদুল্লাহ আল মামুন,ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ, শারীরিক শিক্ষক মোখলেসুর রহমান, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ সহ প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । 
১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। 

আরও খবর

Local News