মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
আন্তর্জাতিকইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

শেয়ার করুন

আই ওয়ান টিভি ডেস্ক

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষ ষষ্ঠ দিনে গড়িয়েছে। তেল আবিব ও তেহরানে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে দুই দেশ। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমরা এখন ইরানের আকাশসীমার সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণে রয়েছি।” তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

সংঘর্ষে প্রাণহানিও বেড়েই চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ২৪ জন।

এ যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, তবে এখনো যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরও খবর

Local News