শাকিল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে ৩১৯১ জন পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজি এফ এর চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০১ জুন) সকালে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ভিজি এফ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ’র চাাউল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিতরণ চলছে। এ বিতরণ কার্যক্রম
সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সাবেক চেয়ারম্যানগণ দিচ্ছেন। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের সার্বক্ষণিক উপস্থিতি ও তদারকিতে প্রতিটি কার্ডের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে সদর উপজেলা ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ তিনি
জানায়, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক ছিলো। এবং ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।দেশের সকল অসহায় ও দুঃস্থ্যমানুষেরা সহযোগিতা পায়। ঈদ যেন আনন্দমুখী হয় সেজন্য প্রত্যেক অসহায় ও দরিদ্র পরিবারকে সহযোগিতায় করার কোন অবকাশ নেই। ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ট্রাগ অফিসার মোঃ আতাউর রহমান, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ, এবং অএ ইউনিয়ন পরিষদের মেম্বারও গণ্যমান্য বৃক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।