বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
আন্তর্জাতিকজাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন

আই ওয়ান টিভি ডেস্ক

জাপানের হোক্কাইডো অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া বিরাজ করছে। এরমধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অঞ্চলটি।  

শনিবার (৩১ মে) স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে হোক্কাইডো অঞ্চলে। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর কুশিরো শহরের উপকূলের কাছে। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ২০ কিলোমিটার গভীরে অবস্থিত। 

ভূমিকম্পটি জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে ৭ এর মধ্যে ৪ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে, এ ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই জাপানের জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, হোক্কাইডো অঞ্চলে বর্তমানে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। যার ফলে সমুদ্রপৃষ্ঠে সামান্য উচ্চতার পরিবর্তন দেখা যেতে পারে। তবে এ পরিবর্তন থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। 

হোক্কাইডো ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। যেখানে অতীতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটেছে। তবে আজকের ভূমিকম্পটি এখনো কোনো বড় ধরনের ক্ষতির কারণ হয়নি। 

আরও খবর

Local News