মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
জাতীয়সিরাজগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

শাকিল হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃফারুক হোসেন দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, সিরাজগঞ্জসহ সঙ্গীয় ফোর্স সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল ২০ জুন বিকাল ৪.৪০মিনিটে সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডার মোড় মিয়াবাড়ী মার্কেটের বিসমিল্লাহ সুইটস এর সামনে পাকা রাস্তার পার্শ্বে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করাকালে মাদক কারবারি ১ মোঃ ফাহিম (২১), পিতা-মৃত আরিফুর রহমান বাবু, সাং-মাদারপুর মহিশাবাড়ি, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহী’কে আটকপূর্বক তার নিকটে থাকা ব্যাকপ্যাক তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পরে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর

Local News