বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
প্রধান খবরমেহেরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেন্টু আটক

মেহেরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেন্টু আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী চেরাগী পাড়া থেকে সেন্টু (৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম। মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক সেন্টু বামন্দী চেরাগী পাড়ার ছবগুল হোসেরে ছেলে। সেনাবাহিনীর দাবী, সেন্টু একজন চিহ্নিত মাদক কারবারী।

মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর ফজলে রাব্বি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেন্টুর বাড়িতে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা রেখেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা হয় তার ব্যবহৃত ৫টি মোবাইল ফোন। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Local News